গাজায় ইসরায়েলের বিমান হামলার নিন্দা জানালো ইরান
ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণ, মধ্য ও উত্তরাঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বাগাইয়ি বলেন, এসব হামলায় ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্প ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ করা হয়েছে, যার ফলে বহু নারী ও শিশুসহ বহু নিরীহ সাধারণ মানুষ নিহত ও আহত হয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় মেহের নিউজ।
আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ান
মুখপাত্র বলেন, এসব হামলা আন্তর্জাতিক আইন, মানবিক নীতি এবং চলমান যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন। তিনি অভিযোগ করেন যে, ইসরায়েলের প্রধানমন্ত্রী সরাসরি এ হামলার নির্দেশ দিয়েছেন, যা গাজায় নিধনযজ্ঞ অব্যাহত রাখার উদ্দেশ্যই প্রকাশ করে।
তিনি আরও বলেন, গাজায় গত ২৪ ঘণ্টায় যেসব হামলা হয়েছে, তা স্পষ্টভাবে দেখায় যে ইসরায়েল সংঘাত শেষ করতে চায় না বরং ধ্বংসযজ্ঞকে দীর্ঘায়িত করতে চায়।
আরও পড়ুন: তুরস্ক থেকে ফেরার পথে বিমান বিধ্বস্ত, লিবিয়ার সেনাপ্রধান নিহত
ইরান সকল রাষ্ট্র ও আন্তর্জাতিক সংগঠনকে ইসরায়েলের এই হামলা বন্ধে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানায়। মুখপাত্র বলেন, ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চলছে তা জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ সনদের আওতায় তদন্ত ও বিচারযোগ্য অপরাধ।
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ও নীরবতা ইসরায়েলকে এমন অভিযান চালাতে সক্ষম করে তুলছে। মুখপাত্র বলেন, যুদ্ধবিরতির জামিনদার দেশগুলোর বিশেষ দায়িত্ব রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ইসরায়েলকে হামলা বন্ধে বাধ্য করতে।





