নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু, আহত পাঁচ

Sadek Ali
হৃদয় রায় সজীব, নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ২:৩৫ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোণার সদর উপজেলার ঠাকুরাকোণা এলাকায় যাত্রীবাহী বাসচাপায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন যাত্রী।বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঠাকুরাকোণা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালকের নাম ইয়াসিন মিয়া (২১)। তিনি সদর উপজেলার ঠাকুরাকোণা গ্রামের ওয়ারেছ মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোণার কলমাকান্দা থেকে সিলেটগামী সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঠাকুরাকোণা বাজার এলাকায় পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ইয়াসিন মিয়া মারা যান।দুর্ঘটনায় আহত পাঁচজন যাত্রীকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ বলেন,নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: বাগেরহাট ডিসি অফিসের উমেদার ও স্ত্রীর বিরুদ্ধে ২৩৫ কোটি টাকার মানি লন্ডারিং মামলা