ধলেশ্বরীতে ভয়াবহ দুর্ঘটনা

ফেরি থেকে নদীতে পড়ল ট্রাকসহ ৫ যানবাহন, উদ্ধার ৩ মরদেহ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:০৭ পূর্বাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদী পারাপারের সময় ঘটে গেছে মর্মান্তিক দুর্ঘটনা। একটি ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ধলেশ্বরী নদীর মাঝনদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন মোটরসাইকেল আরোহী রফিক, রিকশাভ্যান চালক স্বাধীন এবং প্রবাসী মাসুদ।

আরও পড়ুন: নির্বাচন বানচালে সীমান্ত পথে আসছে অস্ত্র, প্রবেশ ঠেকাতে বিশেষ সতর্কতা

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের নরসিংপুর এলাকার বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে ফেরিটি নদী পার হচ্ছিল। হঠাৎ করে ফেরিতে থাকা একটি ট্রাক চালু হয়ে সামনের দিকে এগোতে শুরু করে। এতে ভারসাম্য হারিয়ে ফেরির সামনের অংশে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি একে একে নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার পর ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অন্য যানবাহনের চালক ও আরোহীরা নদীতে নিখোঁজ হন। খবর পেয়ে নৌ-পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন।

আরও পড়ুন: ময়মনসিংহ হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১০

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, “ধলেশ্বরী নদীতে ফেরি দুর্ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।”

তিনি আরও জানান, রাতের কারণে আপাতত উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়েছে। যদি আরও কেউ নিখোঁজ থাকার তথ্য পাওয়া যায়, তাহলে রোববার সকাল থেকে পুনরায় তল্লাশি ও ডুবে যাওয়া যানবাহন উদ্ধারের কাজ শুরু হবে।

এ দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ফেরিঘাট এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।