ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

Sanchoy Biswas
সঞ্জীব ভট্টাচার্য, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৫ | আপডেট: ৫:৩৪ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ ২৯ জুলাই মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. কাউসার আলম জানান, আজ দুপুর আড়াইটার দিকে শহরের কলেজ গেট এলাকায় চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠায়।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

তিনি আরও জানান, তার বয়স আনুমানিক ৪০-৪৫ হবে। অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত করতে পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে।