গাজীপুরে ঝুটের মিলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন আশপাশের আরো ৬টি ঝুটের গুদামে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় নাদের আলী উচ্চ বিদ্যালয়ের পেছনে একটি ঝুট গুদামে প্রথমে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করার পর আগুন আশপাশের আরো ৬টি গুদামে ছড়িয়ে পড়ে। আগুন স্থানীয়দের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
স্থানীয়রা আরো জানায়, আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় পাশের নাদের আলী উচ্চ বিদ্যালয়ের ক্ষতি হওয়ার ঝুটি তৈরী হয়েছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে আগুন লাগে। পরে তা আশপাশের আরো কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরো বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
জিএমপির কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সালাহ উদ্দিন জানান, আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।