চামড়া শিল্পে অবদান রাখতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:৫৯ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের দ্রুত বর্ধনশীল চামড়া শিল্পে দক্ষ জনশক্তি গড়ে তুলতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। চামড়া প্রক্রিয়াকরণ প্রযুক্তি খাতে যুগোপযোগী ও পেশাদার জনবল তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটে শুরু হচ্ছে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।

অর্থমন্ত্রণালয়ের অর্থবিভাগের অধীনে Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর সহযোগিতায় “Skilled Manpower Development and Industry Competitiveness for the Leather Sector” শীর্ষক এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে ইনস্টিটিউট ও SICIP-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

আরও পড়ুন: ত্রিভূজ প্রেমের গল্প সাজিয়ে জুবায়েদের চরিত্র হরণের চেষ্টা করছে পুলিশ: অধ্যাপক রইস উদ্দিন

এই উদ্যোগের মাধ্যমে দেশের চামড়া শিল্পে বিশ্বমানের দক্ষ প্রকৌশলী, ব্যবস্থাপক, সুপারভাইজার ও টেকনিশিয়ান তৈরি করা সম্ভব হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যা দেশের রপ্তানি আয়ের অন্যতম খাত—চামড়া শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে।

প্রশিক্ষণ কর্মসূচির আওতায় মোট চারটি কোর্স চালু করা হচ্ছে:

আরও পড়ুন: চাকসুর প্রতিনিধি আকাশ দাশের বুয়েট শিক্ষার্থীর ধর্ষণ কে সমর্থন করে পোস্ট: উত্তাল চবি

১. Post-Graduate Diploma in Leather Technology

২. Advanced Certificate Course on Compliance and Sustainability for Leather Sector

৩. Advanced Certificate Course on Automation and AI for Design

৪. Advanced Certificate Course on Lean Manufacturing and Quality Assurance

এ কোর্সগুলোতে অংশ নিতে পারবেন চামড়া শিল্পখাতের বিভিন্ন পর্যায়ের পেশাজীবী এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই প্রশিক্ষণগুলো অংশগ্রহণকারীদের চামড়া প্রক্রিয়াকরণ, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, গুণগত মান নিয়ন্ত্রণ ও টেকসই উৎপাদন বিষয়ে বাস্তব দক্ষতা অর্জনে সহায়তা করবে। এর মাধ্যমে চামড়া শিল্প আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।