পশ্চিম তীর দখলের পদক্ষেপ ‘শান্তিচুক্তি হুমকির মুখে’: মার্কো রুবিও

ওয়েস্ট ব্যাংকের অধিকৃত ভূমি সংযুক্তির উদ্যোগ থেকে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইসরায়েলি সংসদে সংযুক্তিকরণ বিল অগ্রসর হওয়া এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা—গাজা শান্তিচুক্তিকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলছে।
বুধবার ইসরায়েল সফরের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন—এ মুহূর্তে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপকে সমর্থন করতে পারবে না।
আরও পড়ুন: ইসরায়েলি সংসদে পশ্চিম তীর দখলে বিলের প্রাথমিক অনুমোদন
ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি টিকিয়ে রাখতে চাইলে এখন সংযুক্তিকরণ খুবই ক্ষতিকর হবে,” বলেন রুবিও।
ওয়েস্ট ব্যাংকে চরমপন্থি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধির বিষয়ে প্রশ্ন করা হলে রুবিও বলেন, যে কোনো ধরনের সহিংসতা বা অস্থিতিশীলতা শান্তিচুক্তিকে ক্ষতিগ্রস্ত করে—এ বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
আরও পড়ুন: ইরানে রাজনৈতিক কোন্দল ও নিষেধাজ্ঞার চাপে অস্থিরতা, যুদ্ধের আশঙ্কা
সম্প্রতি বসতি স্থাপনকারীদের হাতে ফিলিস্তিনি গ্রাম, কৃষিজমি ও বাড়িঘরে আগুন দেওয়া এবং হামলার ঘটনা বেড়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে।
রুবিও আরও বলেন, যুক্তরাষ্ট্র বর্তমান শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে গাজায় একটি বহুজাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনে আরব ও ইসলামিক দেশগুলোর সহায়তা চাচ্ছে। তবে এসব দেশ স্পষ্ট জানিয়েছে—ওয়েস্ট ব্যাংক সংযুক্তিকরণ তাদের জন্য ‘লাল দাগ’।
তবে সব চাপের মধ্যেও রুবিও আশাবাদ ব্যক্ত করেন, প্রতিদিনই এই শান্তিচুক্তি নানা হুমকির মুখে থাকে। তারপরও আমরা এখন পর্যন্ত অগ্রগতি ধরে রাখতে পেরেছি—এটিই ইতিবাচক সংকেত।