একদিনে ২৬২ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, শনাক্ত হওয়া রোগীদের মধ্যে রাজধানী ঢাকাতেই ভর্তি হয়েছেন ১৬৮ জন, আর বাকিরা দেশের অন্যান্য বিভিন্ন জেলা থেকে চিকিৎসা নিয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৪৯১ জনে।
এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ জনে। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ১ হাজার ৬৭ জন রোগী।
আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৮
বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমের শুরুতে ডেঙ্গুর এই ঊর্ধ্বগতি উদ্বেগজনক। তারা দ্রুত মশা নিধনে কার্যকর পদক্ষেপ এবং জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরও নাগরিকদের সতর্ক থাকতে এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে অনুরোধ জানিয়েছে।