হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই জেলেনস্কিকে বেরিয়ে যেতে বলেন ট্রাম্প

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ন, ০১ মার্চ ২০২৫ | আপডেট: ৬:০০ পূর্বাহ্ন, ০২ মার্চ ২০২৫
হোয়াইট হাউজ ছেড়ে চলে যাচ্ছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
হোয়াইট হাউজ ছেড়ে চলে যাচ্ছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স

হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক তীব্র বাদানুবাদে রূপ নেওয়ায় আলোচনা ভেস্তে যায়। এসময় জেলেনস্কিকে হোয়াইট হাউজ থেকে বের হয়ে যেতে বলা হয়। তাও আবার মধ্যাহ্নভোজের আগেই।

এমনটাই বলা হয়েছে ফক্স নিউজের এক প্রতিবেদনে। বৈঠকের পরই দুই প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা ছিল।

আরও পড়ুন: হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮

কিন্তু বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়ের জেরে জেলেনস্কিকে আলোচনার মাঝপথেই ইউক্রেইনের প্রতিনিধিদের বেরিয়ে যেতে বলা হয় ওভাল অফিস থেকে। ফলে পূর্বপরিকল্পিত মধ্যাহ্নভোজনও করেননি তারা কেউ। তাদের বদলে খাবার খেতে দেখা যায় হোয়াইট হাউজের স্টাফদের। ঘটনাস্থলে উপস্থিত ফক্স নিউজের একজন সাংবাদিক একথা জানিয়েছেন।

ট্রাম্প ও জেডি ভ্যান্স জেলেনস্কির প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, তিনি যুক্তরাষ্ট্রকে অসম্মান করেছেন। এতে ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধকালীন মিত্রের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, ‘জেলেনস্কিকে বৈঠক ছেড়ে চলে যেতে বলা হয়।’

আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল

এদিকে ইউক্রেইনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে শুক্রবার দুই প্রেসিডেন্টর মধ্যে আলোচনা ও চুক্তি সইয়ের কথা ছিল। কিন্তু সেই চুক্তি আর হয়নি ট্রাম্প এবং জেলেনস্কির বাগ্‌‌বিতণ্ডার কারণে।

আর এতে বড় ভূমিকা ছিল ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের। মূলত তার একটি কথার উত্তর দিতে গিয়েই পরিস্থিতি উত্তপ্ত হয়। এরপর সংবাদমাধ্যমের সামনেই একে অপরকে দোষারোপ করতে থাকেন ট্রাম্প, ভ্যান্স এবং জেলেনস্কি।

আর শেষ পর্যন্ত খনিজ চুক্তি না করেই জেলেনস্কি গাড়িতে করে হোয়াইট হাউজ ছেড়ে বেরিয়ে যান। ওদিকে, বিপর্যয়ের মধ্য দিয়ে বৈঠক শেষ হওয়ার কারণে ট্রাম্প-জেলেনস্কির নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলনটিও বাতিল হয়।