৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান: রিপোর্ট

ছবিঃ সংগৃহীত
পাকিস্তান এখন পর্যন্ত মোট ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি।
পিটিভির প্রতিবেদনে নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়েছে, ৮মে সন্ধ্যা পর্যন্ত পাকিস্তান ২৯টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে, আর গত রাত থেকে এ পর্যন্ত আরও ৪৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে রায় আন্তর্জাতিক আদালতের, স্বাগত জানাল পাকিস্তান
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তান ভারতীয় আগ্রাসনের জবাবে ‘যথাযথ প্রতিক্রিয়া’ জানাচ্ছে।
গতকাল পাকিস্তান সামরিক বাহিনী জানিয়েছিল এসব ড্রোনকে প্রতিহত করতে— টেকনিক্যাল (সফট-কিল) এবং অস্ত্রভিত্তিক (হার্ড-কিল) উভয় ধরনের প্রতিরক্ষা কৌশল ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৬৯ জন নিহত, মোট প্রাণহানি ৬০ হাজার ছাড়াল