মালয়েশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন, অংশ নিচ্ছে ৪০ দেশের প্রতিনিধিরা

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ৫৮তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন (AMM), যেখানে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও বাংলাদেশসহ প্রায় ৪০টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিরা। বহুপাক্ষিক এই সম্মেলনকে ঘিরে মালয়েশিয়া বর্তমানে আঞ্চলিক ও বৈশ্বিক কূটনৈতিক তৎপরতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সম্মেলনের উদ্বোধন করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি মোহামাদ হাসান, যিনি সভাপতির দায়িত্বও পালন করছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ, অর্থনৈতিক অস্থিরতা, দক্ষিণ চীন সাগরের উত্তেজনা এবং মিয়ানমারের চলমান সংকট এবারের সম্মেলনের মূল আলোচ্য বিষয়।
আরও পড়ুন: গাজায় অনাহার-অপুষ্টিতে শিশুসহ আরও ১১ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার প্রথম এশিয়া সফরে এই সম্মেলনে অংশ নিচ্ছেন। তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং রাশিয়ার সের্গেই ল্যাভরভ-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এসব বৈঠকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, বাণিজ্য যুদ্ধের শঙ্কা এবং দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাব নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শুল্ক আরোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার না করে আন্তঃআঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের দিকে নজর দিতে হবে। এটি সাময়িক কোনো ঝড় নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্য এক নতুন বাস্তবতা। আসিয়ানভুক্ত দেশগুলোকে পারস্পরিক সহযোগিতা জোরদারের করতে হবে।
আরও পড়ুন: ইউক্রেন নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প-পুতিন
সম্মেলনে মিয়ানমারের রাজনৈতিক সংকট নিয়ে মালয়েশিয়া তার স্পষ্ট অবস্থান জানিয়েছে। শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ গড়ে তুলতে সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মালয়েশিয়ায় পৌঁছেছেন আসিয়ান আঞ্চলিক ফোরামের (ARF) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে। তাকে স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।
বাংলাদেশের কূটনৈতিক সূত্রগুলোর বরাতে জানা গেছে, রোহিঙ্গা সংকট, বৈধ অভিবাসন এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশ আসিয়ান প্ল্যাটফর্মে শক্ত অবস্থান নিচ্ছে।
এই বহুপাক্ষিক সম্মেলন চলবে আগামী ১২ জুলাই পর্যন্ত। সম্মেলনের শেষে যৌথ ঘোষণা এবং দ্বিপাক্ষিক বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। চেয়ারম্যানশিপে থাকা মালয়েশিয়া এই সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নিজের অবস্থান আরও শক্ত করতে চাচ্ছে বলে পর্যবেক্ষকদের মত।