যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ৩৯ বাংলাদেশি ঢাকায়

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:১২ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৫ | আপডেট: ৭:১২ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ফেরত পাঠানো আরও ৩৯ জন বাংলাদেশি শনিবার (২ আগস্ট) সকালে দেশে ফিরেছেন। সকাল সাড়ে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাদের বহনকারী চার্টার্ড ফ্লাইট। ইমিগ্রেশন পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই বাংলাদেশিদের ফেরত পাঠানোর সময় মানবিক আচরণ করা হয়েছে। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ পূর্বে জানিয়েছিল, মার্কিন সামরিক বাহিনীর বিমানে করে ৬১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে, তবে দেশে ফিরেছেন ৩৯ জন। এর আগে যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে আরও ১১৮ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে।

আরও পড়ুন: ইউক্রেন নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প-পুতিন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন থেকে শুরু করে এখন পর্যন্ত অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার রয়েছে। এ প্রক্রিয়ায় নিয়মিতভাবে বাংলাদেশিরাও ফেরত আসছেন।