ওয়াশিংটনে ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল রাজপথ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে কয়েক হাজার মানুষ রাজপথে বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সেনা ও ফেডারেল বাহিনী প্রত্যাহারের আহ্বান জানান।
রোববার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, ‘উই আর অল ডিসি’ শীর্ষক এই বিক্ষোভে অভিবাসী, ফিলিস্তিনপন্থী সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা পোস্টার ও স্লোগানে বার্তা দেন— ট্রাম্পকে বিদায় করো, ডিসিকে মুক্ত করো, স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো।
আরও পড়ুন: ক্যানসারের বিরুদ্ধে যুগান্তকারী সাফল্য: রাশিয়ার ভ্যাকসিন ট্রায়ালে সফল
একজন বিক্ষোভকারী অ্যালেক্স লফার বলেন, আমরা কর্তৃত্ববাদী দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ করছি। ফেডারেল পুলিশ ও ন্যাশনাল গার্ডকে সরাতেই হবে।
অন্যদিকে ট্রাম্প দাবি করেন, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতেই তিনি বাহিনী মোতায়েন করেছেন। তবে সমালোচকদের মতে, এটি ফেডারেল ক্ষমতার অপব্যবহার।
আরও পড়ুন: ইয়েমেন থেকে ছোড়া ড্রোন আঘাত হানল ইসরায়েলের রামন বিমানবন্দরে
বর্তমানে ওয়াশিংটনে রিপাবলিকান নেতৃত্বাধীন ছয় অঙ্গরাজ্য থেকে আসা দুই হাজারের বেশি সেনা টহল দিচ্ছে। তাদের দায়িত্ব ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।