পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:৫০ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:৫৩ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর অভ্যন্তরীণ বিভক্তি এড়াতেই তিনি এ সিদ্ধান্ত নিচ্ছেন বলে রোববার (৭ সেপ্টেম্বর) জাপানি সংবাদমাধ্যম এনএইচকে নিশ্চিত করেছে।

গত জুলাইয়ের নির্বাচনে এলডিপি নেতৃত্বাধীন জোটের ঐতিহাসিক পরাজয় এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ইশিবার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সে সময় তিনি বিষয়টি অস্বীকার করেছিলেন। শেষ পর্যন্ত দলের চাপের মুখে তিনি পদত্যাগে রাজি হয়েছেন।

আরও পড়ুন: তুরস্কের বালিকেসিতে ৪.৯ মাত্রার ভূমিকম্প

ইশিবা বলেন, আমি নিশ্চিত করতে চেয়েছি, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত শুল্ক চুক্তি সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে। তবে দলের অভ্যন্তরে চলমান সংকট তাকে পদত্যাগে বাধ্য করেছে।

বিশ্লেষকরা মনে করছেন, তার পদত্যাগের ফলে জাপানের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

আরও পড়ুন: গাজায় একদিনে আরও ৬৮ নিহত, মৃতের সংখ্যা ছাড়াল ৬৪ হাজার

এই সিদ্ধান্ত এমন এক সময় এল, যখন লিবারেল ডেমোক্রেটিক পার্টি আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে এবছর আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা।

জাপানি সংবাদমাধ্যম জাপান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন আগেও পদত্যাগের খবরকে শক্তভাবে উড়িয়ে দিলেও দলের প্রবীণ নেতাদের পরামর্শেই সিদ্ধান্ত বদলেছেন শিগেরু ইশিবা। দলের ঐক্য ধরে রাখার জন্য তাঁর পদত্যাগকে গুরুত্বপূর্ণ মনে করছেন দলের বেশির ভাগ সদস্য। আর এক কারণেই তিনি শেষ পর্যন্ত পদত্যাগের সিদ্ধান্ত নিলেন বলে মনে করা হচ্ছে।