একুশে আগস্ট গ্রেনেড হামলা

তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বৃহস্পতিবার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০৪ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৫ | আপডেট: ৮:২১ পূর্বাহ্ন, ১৫ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (১৫ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন।

আরও পড়ুন: দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করল সরকার, মামলা নিষ্পত্তি বৃদ্ধির আশা

এর আগে, গত ১ জুন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পায় রাষ্ট্রপক্ষ। গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেয়। এতে বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করা হয়।

২০১৮ সালে বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এছাড়া ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

আরও পড়ুন: স্বাস্থ্য খাতের ঠিকাদার মিঠুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে (বর্তমানে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ) সংঘটিত এ হামলায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত এবং শতাধিক মানুষ আহত হন।