সেই আন্তর্জাতিক প্রতারক এনায়েত করিম গ্রেফতার

বাংলাদেশের রাজধানীতে বিগত ১০ বছরের অনেক চন্দ্র পতনের কারিগর আন্তর্জাতিক প্রতারক হিসেবে চিহ্নিত এনায়েত করি ওরফে মাসুদ করিমকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে মন্ত্রি উপদেষ্টা পাড়ায় অহেতুক ঘোরাফেরার সময় আটক করে টহল পুলিশ। সাত দিনের রিমান্ডে আদালতে আবেদন করেছে। আদালত সোমবার শুনানি ধার্য করে কারাগারে পাঠিয়েছে এনায়েত গরীবকে। “এনায়েত করিম ওরফে মাসুদ করিম”,এই দ ভন্ড ভারতীয় গোয়েন্দা সংস্থা র’ এবং বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর “ডিজিএফআই” এর ভাড়ায় খাটা ভৃত্য বিশেষ।
এদের অপারেটর কেডি বা কুমার দাস/কুমার দত্ত।
আরও পড়ুন: দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করল সরকার, মামলা নিষ্পত্তি বৃদ্ধির আশা
এই বাটপার বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতাদের কাছে নিজেদের মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা “সিআইএ”র কর্মী হিসেবে পরিচয় দিয়ে থাকে, কিন্তু আদতে সিআইএ’র হাগুমুতু পরিস্কার করার যোগ্যতাও এদের নাই।
এরা মূলত, র’ এবং ডিজিএফআই’র স্টুজ এবং বিভিন্ন বিরোধী নেতা-নেত্রীদের কাছে এই বলে গল্প দেয় যে তাদেরকে নাকি মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) কাজ দিয়েছে বাংলাদেশের সরকার হটানোর। যা পুরোপুরি বানোয়াট ও কল্পনাপ্রসূত।
আরও পড়ুন: স্বাস্থ্য খাতের ঠিকাদার মিঠুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর
আশ্চর্য হলেও সত্য এই যে, সিআইএ’র নাম বিক্রি করে এই প্রতারক বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা-আমলা এদের বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে কারন, র-ডিজিএফআই এর বরাদ্দ করা ৮৫ কোটি টাকা বাজেটের সিংহভাগ অংশ কিছু মুষ্টিমেয় প্রভাবশালী রাজনৈতিক নেতার পেছনে তারা ব্যয় করছে।