সাংবাদিক মো. সৈয়দ হোসেনের ১ম মৃত্যু বার্ষিকী আজ

Sanchoy Biswas
ইসমত আলী, নিকলী
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ন, ১২ মে ২০২৫ | আপডেট: ৯:৫২ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবী, সামাজিক, ব্যক্তিত্বের অধিকারী  মরহুম সাংবাদিক সৈয়দ হোসেনের ১ম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের ২০২৪ সালের  ১৩.মে সকাল ১১.২০ মিনিট সময় সাংবাদিক মো. সৈয়দ হোসেন নিউমোনিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মরহুম সাংবাদিক সৈয়দ ছিলেন নিকলী পুরান বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী ও জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকার নিকলী উপজেলা প্রতিনিধি হিসেবে তিনি দীর্ঘদিন সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করেছেন। ব্যবসা ও সাংবাদিকতার পাশাপাশি তিনি রাজনীতি সাংস্কৃতিক ও সামাজিক কাজেও জড়িত ছিলেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে নির্বাচনকালীন সাংবাদিকতায় প্রশিক্ষণ নিলেন ৫০ সাংবাদিক

মরহুম সাংবাদিক সৈয়দ হোসেনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবার এর পক্ষ থেকে মিলাদ দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণের আয়োজন করেছেন। 

মরহুম সাংবাদিক সৈয়দ হোসেনের পরিবারের পক্ষ থেকে নিকলী সহ সারা দেশবাসীর কাছে তার বিদ্রোহী আত্মার  মাগরিফাত কামনায় দোয়া চেয়েছেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে: সালাম