ঢাকার দুই মেয়র মন্ত্রী ও নারায়ণগঞ্জ-চট্টগ্রামের দুই মেয়র প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাচ্ছেন

মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মো. আতিকুল ইসলাম, মো. রেজাউল করিম চৌধুরী, সেলিনা হায়াৎ আইভী
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মন্ত্রীর পদমর্যাদা পাচ্ছেন। এছাড়া নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী ও চট্টগ্রাম সিটির মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
আজ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ-সংক্রান্ত নির্দেশনা মন্ত্রিপরিষদ সচিবকে দেয়া হয়েছে।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
এতে মেয়রদের নামের পাশে মন্ত্রী-প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রদানপূর্বক গেজেট প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।