নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বঙ্গভবনে যাচ্ছেন সন্ধ্যায়
(no caption)
নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন। তিনি বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাও সঙ্গে থাকবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ সোমবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানান। তিনি ফোনে শুভেচ্ছা বিনিময়ও করেন।
আরও পড়ুন: ড. এম ওসমান ফারুকের সঙ্গে নির্বাচনী এলাকার নেতৃবৃন্দের মতবিনিময়





