এলজিইডির প্রধান প্রকৌশলী হলেন গোপাল কৃষ্ণ দেবনাথ

বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৪ | আপডেট: ৬:৫১ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী হলেন গোপাল কৃষ্ণ দেবনাথ।

শনিবার স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক অফিস আদেশে এলজিইডির পরিকল্পনা, ডিজাইন ও গবেষণা ইউনিট-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-২) গোপাল কৃষ্ণ দেনাথকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এলজিইডির প্রধান প্রকৌশলীর ‘রুটিন দায়িত্ব’ প্রদান করা হয়। গোপাল কৃষ্ণ দেবনাথ এলজিইডিতে একজন সৎ ও দক্ষ প্রকৌশলী হিসেবে সুনামের সঙ্গে চাকরি করে আসছেন বলে জানা গেছে। এদিকে  চলতি সপ্তাহে মন্ত্রণালয়ে মিটিং করে এলজিইডিতে প্রধান প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে বলে বিভিন্নসূত্রে জানা গেছে। এর মধ্যে গোপাল কৃষ্ণ দেবনাথ,শেখ মুজাক্কা জাহের, কে.এম. জুলফিকার আলী,মোঃ এনামুল হক পিইঞ্জ,মোঃ আব্দুর রশীদ মিয়া দৌড়ঝাঁপ করছেন। জানা গেছে গোপাল কৃষ্ণ দেবনাথ ও কে.এম. জুলফিকার আলী এদের মধ্যে সবচেয়ে যোগ্য ও মেধাবী। তাদের বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগ নেই। কে.এম. জুলফিকার আলী বিগত ১৬ বছর নানাভাবে নির্যাতিত ও বঞ্চিত ছিলেন।

আরও পড়ুন: একটি বিশেষ দল গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে : ডা. রফিক