মধ্যরাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ন, ০৮ মে ২০২৫ | আপডেট: ৩:১৭ অপরাহ্ন, ১৬ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছে পতিত আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদ।  ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর গোপনে দেশ ছাড়েন তিনি।

বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন তিনি।  

আরও পড়ুন: আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

সূত্রটি জানিয়েছে, রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ।   

আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানে নিহত আহত পরিবারকে তারেক রহমানের পক্ষে ড. এম এ কাইয়ুমের সহায়তা

সূত্রটি জানিয়েছে, গত রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আবদুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাইবাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি। 

আবদুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়।