বিজিবির ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৫ | আপডেট: ৪:৩৮ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ (বিজিটিসিএন্ডসি)-এর বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি নবীন সৈনিকদের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় বিজিটিসিএন্ডসি’র কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামানসহ বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বাধ্যতামূলক অবসরে ডিএমপির সাবেক ৯ ওসি

সকাল ৯টা ৩০ মিনিটে বিজিবি মহাপরিচালককে সশস্ত্র সালাম প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কুচকাওয়াজ শুরু হয়। পরে তিনি নবীন সৈনিকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান করেন। ভাষণে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ ইপিআর সদস্য ও ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

তিনি বলেন, “সীমান্তের অতন্দ্র প্রহরী খ্যাত বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ, আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।” নবীন সৈনিকদের উদ্দেশ্যে তিনি শৃঙ্খলা, সততা, সাহস, দক্ষতা ও আনুগত্য বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

আরও পড়ুন: হাসিনার প্রিজম দিয়ে বাংলাদেশকে দেখায় ভারতকে মূল্য দিতে হচ্ছে

নারী সৈনিকদের বিশেষভাবে স্বাগত জানিয়ে মহাপরিচালক বলেন, “নারীরা আজ দেশের বিভিন্ন অঙ্গনে দক্ষতার স্বাক্ষর রাখছে। নবীন নারী সৈনিকরাও বিজিবির সুনাম বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”

তিনি নবীন সৈনিকদের তেজদীপ্ত কুচকাওয়াজের ভূয়সী প্রশংসা করে বলেন, “সীমান্তে নিয়োজিত থেকে তোমাদের সততা ও পেশাগত দক্ষতাই বিজিবির গৌরব ও মর্যাদা রক্ষা করবে।” তিনি নবীন সৈনিকদের দেশ সেবার মহান দায়িত্ব পালনের মাধ্যমে জাতিকে গর্বিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সেরা চৌকস রিক্রুট হিসেবে প্রথম স্থান অর্জনকারী সাইফ মিয়াসহ অন্যান্য বিষয়ে শ্রেষ্ঠ রিক্রুটদের হাতে ক্রেস্ট তুলে দেন বিজিবি মহাপরিচালক। অনুষ্ঠান শেষে আকর্ষণীয় ট্রিক ড্রিল ও ব্যান্ড ডিসপ্লে পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

প্রসঙ্গত, ১০৩তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ শুরু হয় ২৬ জানুয়ারি ২০২৫। দীর্ঘ ২৪ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে আজ ৬৫৮ জন পুরুষ এবং ৩৬ জন নারী—মোট ৬৯৪ জন নবীন সৈনিক কুচকাওয়াজের মাধ্যমে বিজিবি-তে আনুষ্ঠানিকভাবে সৈনিক হিসেবে শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে সেনাবাহিনী, বেসামরিক প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।