পুড়ে কয়লা ৬ শিক্ষার্থী, দাঁত থেকে নেয়া হচ্ছে ডিএনএ নমুনা

উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ক্লাসরুমে আগুনে পুড়ে কয়লা হয়ে যায় ৬শিক্ষার্থীর শরীর। তাদের পরিচয় কোনভাবেই করা যাচ্ছে না। এজন্য অভিভাবকের কাছে লাশ হস্তান্তরে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। মুখ মাথা শরীর সম্পূর্ণ কয়লার মত হয়ে যাওয়ায় পরীক্ষা নিশ্চিত করতে দাঁতের গোড়া থেকে বিশ্ব নমুনা নেয়া হচ্ছে।
দগ্ধ রোগীদের জন্য প্রয়োজনীয় রক্ত (সকল ব্লাড গ্রুপ) নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। যথেষ্ট সংখ্যক স্বেচ্ছা রক্তদানে আগ্রহী ব্যক্তির ব্লাড গ্রুপ, নাম ও ফোন নম্বর তালিকাভুক্ত করা আছে। যেহেতু এধরনের রোগীদের ক্ষেত্রে Fresh Frozen Plasma দেয়া হয়, তাই আগে সংগ্রহ করে রাখা হচ্ছে না
আরও পড়ুন: সিএমপির সাংবাদিক নির্যাতন: ঘুসি আকবরের পর ডিসি আমিরুল
যখনই বিশেষজ্ঞগন মনে করবেন প্রয়োজন, তখনই তালিকাভুক্ত স্বেচ্ছাসেবীর সাথে যোগাযোগ করে রক্ত সংগ্রহ করে রোগীকে দান করা হবে।
এমতাবস্থায় কোন ব্লাড গ্রুপেরই রক্তের সংকট নেই এমনকি সেধরনের পরিস্থিতির উদ্ভব হওয়ার কোন সম্ভাবনাও নেই। সবাইকে এবিষয়ে আশ্বস্ত করা হচ্ছে এবং কেউ এধরনের যেকোন গ্রুপের রক্তের প্রয়োজনে ফোকাল পারসন ডা. সরকার ফারহানা কবির, ডেপুটি সিভিল সার্জন, ঢাকা এর সাথে নীচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে: ০১৭৯২৭৪৪৩২৫
আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা