বগুড়ায় এনসিপি নেতা সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:৪৩ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে বগুড়া জেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। জানা যায়, জয়পুরহাটে সমন্বয় সভা শেষে বগুড়া জেলা পরিষদ অডিটরিয়ামে আরেকটি সভায় যোগ দিতে বিকেল ৩টার দিকে সারজিস আলম উপস্থিত হন।

আরও পড়ুন: এনটিএমসি বিলুপ্ত, টেলিযোগাযোগ অধ্যাদেশের সংশোধনী পাশ

সভায় যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। সভা শুরু হওয়ার কিছুক্ষণ পরই জেলা পরিষদের পেছনে করতোয়া নদীর দিক থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়।

এর মধ্যে একটি জেলা পরিষদ প্রাঙ্গণে বিস্ফোরিত হয়, অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করেন।

আরও পড়ুন: বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

এনসিপি নেতারা অভিযোগ করেছেন, আগাম নিরাপত্তা চাওয়ার পরও পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি পুলিশ। তারা বলেন, মাত্র দুজন পুলিশ সদস্য মোতায়েন থাকায় দুর্বৃত্তরা সুযোগ নেয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, “ঘটনার পর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রমাণ সংগ্রহ করেছি। হামলাকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।”