'আওয়ামী লীগের মতো চাটার দল হওয়া যাবে না', নেতাকর্মীদের মির্জা ফখরুল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৬:৪২ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অতীতের মতো গতানুগতিক রাজনীতি না করে জনগণের সঙ্গে মিশে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "আওয়ামী লীগের মতো চাটার দলে পরিণত হওয়া যাবে না, তাহলে মানুষ বিএনপিকে ভালোবাসবে না।"

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিএনপির স্বেচ্ছায় খাল পরিচ্ছন্নতা কর্মসূচির আগে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নতুন কমিটি ঘোষণা

বিএনপি মহাসচিব বলেন, এখন শুধু স্লোগানের রাজনীতি হয়। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস হবে না জানিয়ে তিনি বলেন, "শেষ রক্তবিন্দু দিয়ে হলেও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব, এখানে কোনো আপস নাই।" তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা দেশ থেকে পালালেও ভারতে গিয়ে শয়তানি করছেন। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগের কেউ যদি আক্রমণ করতে আসে, তাদের হাত ভেঙে দেওয়া হবে।

দেশের রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ড. ইউনূসের রাজনীতি করার ইচ্ছে নেই, তিনি দেশে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তিনি আরও বলেন, আগে শেখ হাসিনার হাতে সবকিছু থাকলেও আগামী দিনে ক্ষমতার ভারসাম্য আনবে বিএনপি।

আরও পড়ুন: নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন

বিএনপি নেতাকর্মীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে তিনি আরও বলেন, আইন আইনের মতো চলবে। বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবে।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ছাত্র সংসদ নির্বাচন বা কোথাও কোনো গণ্ডগোল করা যাবে না। অতীতের কর্মকাণ্ড ভুলে পুলিশকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি। এছাড়া সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজবের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন তিনি।