গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে: রিজভী

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:৩৬ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণতন্ত্রের অভিযাত্রায় সংকট তৈরি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: পিআর পদ্ধতিতে নির্বাচন হলে একক দলের মাতবরি থাকবে না: নুর

রিজভী বলেন, বিশ্বের অধিকাংশ উন্নত গণতান্ত্রিক দেশ যেমন ব্রিটেন, আমেরিকাসহ বিভিন্ন দেশে সরাসরি প্রার্থীকে ভোট দেওয়ার পদ্ধতি চালু রয়েছে। আমাদের এখানে হঠাৎ করে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিকে উৎকৃষ্ট গণতন্ত্রের মডেল বলা অবান্তর। এতে বিভ্রান্তি তৈরি হচ্ছে, কিংবা এর পেছনে অন্য কোনো উদ্দেশ্যও থাকতে পারে। যারা গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিয়েছেন, তারা নিশ্চয়ই এমন জায়গায় উপনীত হবেন, যাতে আমাদের পরবর্তী গণতন্ত্রের অভিযাত্রার পথে কোনো বিঘ্ন না ঘটে। তা না হলে কালো ঘোড়া প্রবেশ করতে পারে কালো ঘোড়া ঢুকে যেতে পারে।

আরও পড়ুন: শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নিয়ে রিজভী বলেন, উন্নত গণতান্ত্রিক দেশগুলোতেও এখন এই পদ্ধতি নিয়ে বিতর্ক চলছে। জাপানে মাত্র ৩৭ শতাংশ ক্ষেত্রে পিআর চালু আছে। বিশ্বব্যাপী এ পদ্ধতি কোথাও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তাহলে হঠাৎ আমাদের দেশে কেন তা প্রয়োগের কথা বলা হচ্ছে?

তিনি মনে করেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে হঠাৎ পিআর পদ্ধতির প্রসঙ্গ আনা জনমনে বিভ্রান্তি তৈরি করবে। ‘‘আমি গণমাধ্যমের জরিপে দেখেছি, অধিকাংশ মানুষ এই পদ্ধতি সম্পর্কে ধারণা রাখেন না এবং অনেকেই বিভ্রান্ত অবস্থায় আছেন, বলেন রিজভী।

গণভোট ও নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ অনুযায়ী কিছু দল গণভোট আগে চায়। কিন্তু ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে রোজা শুরু হবে বলে রোজার আগে নির্বাচন করা ছাড়া উপায় নেই। সে ক্ষেত্রে গণভোট ও নির্বাচন একসাথে অনুষ্ঠিত হওয়াই যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য হবে। অক্টোবরের মাঝামাঝি সময়ে এসে গণভোটের আলাদা প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। জনগণকে সম্পৃক্ত করা, বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করাএসবের জন্য সময় প্রয়োজন।”

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, ‘‘নির্বাচিত সরকার না থাকায় দেশে বিনিয়োগ বন্ধ, অর্থনৈতিক সংকট তীব্র হচ্ছে। নির্বাচিত সরকার থাকলে বিনিয়োগকারীরা আস্থাশীল হন। কিন্তু এখন সেই আস্থার সংকট প্রকট হয়ে উঠছে।”

তিনি মনে করেন, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন জরুরি। ‘‘জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরিত না হলে সংকট আরও ঘনীভূত হবে,’’ বলেন বিএনপির এই নেতা।