বেশির ভাগ রাজনৈতিক দল আবারও ধান্দাবাজিতে লিপ্ত: সারজিস আলম
দেশব্যাপী চাঁদাবাজি, ধান্দাবাজি, লুটপাট, দখলদারি ও ক্ষমতার অপব্যবহারের পুনরাবৃত্তি শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়ন পরিষদ চত্বরে ওই ইউনিয়নের এনসিপির কমিটি ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: চট্টগ্রামে গণসংযোগকালে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ, মির্জা ফখরুলের উদ্বেগ
সারজিস আলম বলেন, “আগের যা সিস্টেম ছিল, সেই সিস্টেম নতুনভাবে আবার চালু হতে শুরু করেছে। কেউ কেউ সুযোগ পেয়ে তার চেয়ে খারাপ পরিস্থিতি তৈরি করছে।”
তিনি আরও বলেন, “গত বছরের আগস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশ নেইনি। কিন্তু যখন দেখলাম নতুন করে রাজনীতির হাল না ধরি, তখন ঘুরে ফিরে আবার কালো শকুনের হাতে বাংলাদেশ চলে যাবে। যে যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের দায়বদ্ধতা আমাদেরও পালন করতে হবে। যেই দলের হোক না কেন, যারা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।”
আরও পড়ুন: ১৫ নভেম্বরের মধ্যে এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা: নাহিদ ইসলাম
এ সময় পঞ্চগড় সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নয়ন তানবীরুল বারীসহ এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





