যুক্তরাষ্ট্রের কানেকটিকায় সগৌরবে বৈশাখী উৎসব পালিত

ছবিঃ সংগৃহীত
এসো হে বৈশাখ এসো এসো, এই গানটি দিয়েই বরণ হয় বাঙালির বৈশাখের নবান্ন উৎসব, যারা দেশের মাটিতে অবস্থান করেন না, তাদের মনের প্রতিনিয়ত দোলা দিয়ে যায়, এই উৎসবটিকে পালন করার জন্য এই বছর তার কোন ব্যাপ্তই ঘটেনি।
বাংলাদেশের বাঙালিদের মিলন মেলার আনন্দের বন্যা বয়ে যায় যুক্তরাষ্ট্রের কানেকটিকাতে। এ যেন এক টুকরো বাংলাদেশ। এই প্রাণবন্ত বাঙালিয়ানা অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে এই বৈশাখী অনুষ্ঠানটি।
আরও পড়ুন: বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ভিসা চালু
অতি সম্প্রতি ১৭ ই মে ২০২৫ এ বেল্লিজি মিডেল স্কুল ২১৫ সাউথ ট্রিট হার্ড ফোর্ড কানেকটিকা যুক্তরাষ্ট্রের এই বৈশাখী অনুষ্ঠানের মধ্যে বাঙালি সংস্কৃতি ও বাংলাদেশিদের এক মিলন মেলার মধ্য দিয়ে নিজের দেশকে খুঁজে বেড়ায় যুক্তরাষ্ট্রে বসবাস রত সকল বাঙালি।