এশিয়া কাপ: দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ৮:১১ পূর্বাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এশিয়া কাপে হার দিয়ে শুরু হলেও জয় দিয়ে নিজেদের মিশন শেষ করে শনিবার দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।

শ্রীলংকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্থানীয় সময় সকালে রাজধানীর শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান টাইগাররা।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

এবারের আসরে বাংলাদেশ দলের শুরুটা ভালো না হলেও শেষ ম্যাচে জয় দিয়েই এশিয়া কাপ যাত্রার ইতি টেনেছে সাকিবের দল।

শুক্রবার শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৬৫ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়ায় ওপেনার শুভমান গিলের সেঞ্চুরির পরও ২৫৯ রানে অলআউট হয় ভারত। ৬ রানে জয় পায় টাইগাররা।

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পরাশক্তি ভারতকে ১১ বছর পর আবার হারালো বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ের আত্মবিশ্বাস আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন দলের খেলোয়াড়রা।