টস জিতে বোলিংয়ের বাংলাদেশ, বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ৯:২১ পূর্বাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি লিটন কুমার দাস। 

সাকিব আল হাসান বিশ্রামে থাকায় দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। অন্যদিকে নিউজিল্যান্ড লকি ফার্গুসনকে অধিনায়ক করেছে।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

বাংলাদেশ দলের একাদশে তামিম-রিয়াদ ছাড়াও ফিরেছেন সৌম্য সরকার। বোলিং অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছে তাকে। একাদশে জায়গা পেয়েছেন নুরুল হাসান।

বৃষ্টির কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডের খেলা আপাতত বন্ধ রয়েছে। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৪.৩ ওভারে সফরকারী নিউজিল্যান্ড কোনো উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৯ রান।

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তামিম ইকবাল, তানজিদ তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহীদ হৃদয়, শেখ মাহেদী, নুরুল হাসান, নাসুম আহমেদ তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ

ফিন অ্যালেন, উইল ইয়ং, চ্যাড বোয়েস, হেনরি নিকোলাস, টম ব্লান্ডেল, রাচিন রবিন্দ্র, কোলে ম্যাককনচি, ইশ শোধি, কাইল জেমিনসন, লকি লার্গুসন ও ট্রেন্ট বোল্ট।