রোনালদোর হাফসেঞ্চুরি!

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ন, ১৬ মার্চ ২০২৪ | আপডেট: ৭:০৬ পূর্বাহ্ন, ১৬ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চ্যাম্পিয়ন লিগে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে অবিশ্বাস্য এক সহজ সুযোগ মিস করে হাস্যরসের শিকার হওয়া পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদির ক্লাব আল নাসরের হয়ে ৫০তম গোল করে দারুণ একটি মাইলফলক স্পর্শ করে ফেলেছেন।

রোনালদোর নতুন মাইলফলক স্পর্শ করার দিনে আল আহলির বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে আল নাসর। দলের একমাত্র গোলটি করেছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী তারকা রোনালদো।

আরও পড়ুন: সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

২০২২ সালের শেষের দিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল নাসরে যোগ দেওয়ার পর মোট ৫৮ ম্যাচ খেলে ৫০ গোল করেছেন রোনালদো। সৌদি প্রো লিগ, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ, কিংস কাপ ও আরব কাপ চ্যাম্পিয়ন্স লিগে এসব ম্যাচ খেলেছেন তিনি।

দুইদলেরই একটি করে গোল বাতিলের পর শেষমেষে জয় পেয়েছে আল নাসর। গতকালের এই জয় আল নাসরকে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। কারণ, গত সোমবার আল আইনের বিপক্ষে হেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয়েছে আল নাসরকে।

আরও পড়ুন: ফরাসি কাপের শেষ ৩২ থেকেই ছিটকে গেল পিএসজি

দারুণ জয়ে প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে পয়েন্ট ব্যবধানও কমিয়ে এনেছে আল নাসর। ২৩ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আল হিলাল। এক ম্যাচ বেশি খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে আল নাসর।