সুখবর দিলো বাফুফে!
বাংলাদেশ ফুটবলের জন্য বড় সুখবর এসেছে। দেশের ফুটবলের বৃহত্তর স্বার্থ বিবেচনায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাফুফের অনুকূলে আটটি জেলা স্টেডিয়াম বরাদ্দ দিয়েছে। ২৫ বছরের জন্য এই স্টেডিয়ামগুলো ব্যবহার করতে পারবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপে খেলার ইঙ্গিত মেসির, বললেন— ‘আমিও চাই চতুর্থটি!’
বাফুফে সাধারণ সম্পাদকের বরাবর এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিমুল এহসান।
আরও পড়ুন: হেনস্তার শিকার সব নারী ক্রিকেটারকে মুখ খুলতে বললেন তামিম
এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া নীলফামারী স্টেডিয়ামকে ফুটবলের জন্য বরাদ্দের ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে ৪ সেপ্টেম্বর এনএসসি আনুষ্ঠানিকভাবে বাফুফেকে নীলফামারী স্টেডিয়াম ২৫ বছরের জন্য লিজ দেয়। এরপর ৯ সেপ্টেম্বর আরও সাতটি জেলা স্টেডিয়াম বাফুফেকে বরাদ্দ দেওয়া হয়। সেগুলো হলো—
গাজীপুর শহীদ বরকত স্টেডিয়াম, ময়মনসিংহ জেলা স্টেডিয়াম, মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ শহীদ লেঃ মতিউর রহমান স্টেডিয়াম, রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়াম, কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম, সিলেট জেলা স্টেডিয়ামG
স্টেডিয়ামগুলোর রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ বিল, ভূমি করসহ অন্যান্য খরচ বাফুফেকেই বহন করতে হবে। আয়-ব্যয়ের হিসাবও এনএসসিকে দিতে হবে। এছাড়া, ৩ মাসের নোটিশে লিজ বাতিল করার এখতিয়ারও থাকবে জাতীয় ক্রীড়া পরিষদের।
মূলত ফিফা ও এএফসি’র অর্থায়নে স্টেডিয়ামগুলোর আধুনিকায়ন করতে চায় বাফুফে। তবে তাদের শর্ত অনুযায়ী, কমপক্ষে ২৫ বছরের সরাসরি লিজ না থাকলে উন্নয়ন প্রকল্পে অর্থায়ন সম্ভব নয়। সেই কারণেই এনএসসি দীর্ঘমেয়াদি লিজের সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম ২৫ বছরের জন্য বাফুফেকে দেওয়া হলেও স্থানীয় ক্রীড়াবিদ ও সংগঠকদের প্রতিবাদের কারণে সেটি এখনো পুরোপুরি বুঝে নেয়া সম্ভব হয়নি। নতুন করে বরাদ্দ পাওয়া আটটি জেলা স্টেডিয়াম বাফুফে কবে কার্যকরভাবে বুঝে নেবে, সেই প্রশ্ন এখনো রয়েই গেছে।
স্থানীয়ভাবে এসব জেলা স্টেডিয়ামে হকি, কাবাডি, অ্যাথলেটিক্স, ভলিবল, খো খোসহ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়। শুধুমাত্র ফুটবলের অধীনে গেলে অন্য খেলাগুলো সংকটে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।





