কেন শুধু পাসওয়ার্ড আর যথেষ্ট নয়? নতুন নিরাপত্তা সমাধানের পথে বিশ্ব

Any Akter
পারভেজ আহমেদ, প্রযুক্তি বিশেষজ্ঞ ও উদ্যোক্তা
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:১৯ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আমরা প্রতিদিন কত কিছুই না মনে রাখি—ডেডলাইন, বিল, জন্মদিন। কিন্তু একটা জিনিস ভুলে গেলে সত্যিই বিপদে পড়তে হয়, আর সেটা হলো আমাদের পাসওয়ার্ড । ব্যাংক অ্যাকাউন্ট থেকে ফেসবুক, ইমেইল থেকে অফিস সিস্টেম—সব জায়গায় এর দরকার । কিন্তু কখনো কি ভেবেছেন, এই পাসওয়ার্ড আসলেই আপনাকে নিরাপত্তা দিচ্ছে তো ?

আসলে পাসওয়ার্ডের যুগ শেষ হয়ে যাচ্ছে । কারণ যতই আমরা নতুন পাসওয়ার্ড বানাই, হ্যাকাররা তার থেকেও দ্রুত নতুন কৌশল বের করছে । একটি দুর্বল পাসওয়ার্ড কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে যায় । আর আমরা নিজেরাই যখন “123456” বা “password” দিয়ে কাজ চালিয়ে নিই, তখন তো হ্যাকারদের জন্য দরজা খুলে দিই ।

আরও পড়ুন: ফেসবুক রিলসে বড় পরিবর্তন আনছে মেটা

অনেকেই আবার পাসওয়ার্ড বানান নিজের মোবাইল নাম্বার, জন্মতারিখ কিংবা নিজের নাম দিয়ে। এগুলো খুব সহজেই অনুমান করা যায়—বন্ধু থেকে শুরু করে অপরিচিত কেউ কয়েক মিনিটেই ভেঙে ফেলতে পারে। এর মানে হলো, আপনি নিজের অজান্তেই আপনার সবচেয়ে বড় সম্পদকে হ্যাকারদের হাতে তুলে দিচ্ছেন ।

বিশ্ব তাই খুঁজে নিয়েছে নতুন পথ । শুধু পাসওয়ার্ড নয়, তার সঙ্গে যোগ হয়েছে টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA)—যেখানে পাসওয়ার্ড দিলেই আর যথেষ্ট নয়, আপনার ফোনে আসা OTP, আঙুলের ছাপ বা মুখের ছাপও চেক করা হয়। আরও এক ধাপ এগিয়ে আসছে ডিজিটাল আইডেন্টিটি সিস্টেম । সেখানে আপনার বায়োমেট্রিক, ডিভাইস এবং অনলাইন আচরণের মিলনে তৈরি হবে এমন এক ইউনিক পরিচয়, যা ভাঙা প্রায় অসম্ভব ।

আরও পড়ুন: কাগজে নয়, মানুষ গুগলে খোঁজে আপনার নাম

মাইক্রোসফট, গুগল, অ্যাপল—সবাই এখন বলছে, ভবিষ্যত হলো “Password less Security” মানে, আর কোনো জটিল পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা নয়; আপনার পরিচয়ই হবে আসল নিরাপত্তা ।

এখন প্রশ্ন, আমাদের করণীয় কী?

 আমাদের প্রথম কাজ হলো দুর্বল পাসওয়ার্ড ব্যবহার বন্ধ করা । দ্বিতীয় কাজ, যত জায়গায় সম্ভব টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা । আর বড় কথা, আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে—আগামী দিনে ডিজিটাল আইডেন্টিটিই হবে আমাদের মূল সুরক্ষা ।

একটা কথা মনে রাখবেন, আপনার টাকা, জমি বা ব্যবসার মতোই এখন আপনার ডিজিটাল পরিচয়ও এক বিশাল সম্পদ। এটাকে রক্ষা করার দায়িত্ব অন্য কারো নয়, একমাত্র আপনার। আর যারা আগে বুঝবে, তারাই আগামীর খেলায় এগিয়ে থাকবে ।

 আপনার অ্যাকাউন্ট নিরাপদ রাখতে কিছু সহজ টিপস

সবসময় লম্বা ও জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন ।

কখনো নিজের নাম, জন্মতারিখ বা মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড বানাবেন না ।

একই পাসওয়ার্ড একাধিক জায়গায় ব্যবহার করবেন না ।

2FA (OTP, Fingerprint বা Face ID) চালু রাখুন ।

পাবলিক Wi-Fi এ গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে লগইন করবেন না ।

সময়মতো পাসওয়ার্ড পরিবর্তন করুন ।

শেষকথা

“পাসওয়ার্ড নয়, সচেতনতা-ই আপনার আসল নিরাপত্তা । আর ডিজিটাল পরিচয় রক্ষা করা মানে ভবিষ্যৎ রক্ষা করা ।”

লেখক: পারভেজ আহমেদ, প্রযুক্তি বিশেষজ্ঞ ও উদ্যোক্তা