রোববার বৃষ্টি কমে মিলবে রোদের দেখা

SM Shamim
বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ন, ০৭ অক্টোবর ২০২৩ | আপডেট: ৫:০৮ পূর্বাহ্ন, ০৭ অক্টোবর ২০২৩
ছবি : ইন্টারনেট
ছবি : ইন্টারনেট

দেশের বিভিন্ন অঞ্চলে টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। কখনও মুষলধারে, আবার কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পোহাতে হচ্ছে ব্যাপক দুর্ভোগ । মাঝেমধ্যে একটু থেমে আবার অঝোরে ঝরছে বৃষ্টি।

এই ভোগান্তির মধ্যেই শুক্রবার (৬ অক্টোবর) রাতে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল রোববার দুপুরের মধ্যেই এই বৃষ্টি কমে আসবে।

আরও পড়ুন: জেঁকে বসেছে কনকনে শীত

বিষয়টি নিশ্চিত করে দেশের শীর্ষপর্যায়ের আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীজুড়ে ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ না বাড়লেও আগামীকাল শনিবার পর্যন্ত এ অবস্থা বিরাজ করবে। তবে শনিবার দুপুরের মধ্যে বৃষ্টি কমে আসবে। কিন্তু আকাশ দিনভর মেঘলা থাকবে।

রোদের দেখা কবে মিলবে এমন প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ জানান, আগামীকাল বৃষ্টি কমলেও রোদের সম্ভাবনা নেই। তবে পরশুদিন রোববার থেকে দিন পরিষ্কার হবে। একইসঙ্গে বাড়বে তাপমাত্রা।

আরও পড়ুন: মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি