প্রচন্ড তাপদহ, দেশজুড়ে আরো তিন দিনের সতর্কতা জারি

চলমান তাপপ্রবাহ আরও তিন দিন থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, “তাপমাত্রা অনেক বেশি ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশালেৃসব বিভাগেই তাপপ্রবাহ আছে। তিনদিন থাকবে।”
আরও পড়ুন: ঢাকায় তাপমাত্রা বাড়ছে, থাকতে পারে হালকা বৃষ্টি
অধিদপ্তরের সতর্কবার্তায় আরো বলা হয়েছে, শুক্রবার (০৯ মে) দুপুর ২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ হয়েছে চুয়াডাঙ্গায়। এসময় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: মৌসুমী বায়ু সক্রিয়, ৮ বিভাগেই বৃষ্টির আভাস
চৈত্রের শেষ আর বৈশাখের শুরুতে সাধারণত গরমের তীব্রতায় হাঁসফাঁস করতে হয়। তবে এবারে তীব্র গরম দেখা যাচ্ছে বৈশাখের শেষ দিকে এসে। দেশের ৪৫ জেলার উপর দিয়ে বৃহস্পতিবার তাপপ্রবাহ বয়ে যাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেদিন রংপুর, দিনাজপুর, নীলফামারি, রাজারহাট, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বরিশাল, পটুয়াখালী জেলা এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল।