দেশে তীব্র গরম অব্যাহত, আরও কয়েকদিন স্বস্তি মিলছে না

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:৫০ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারাদেশে বেড়েছে  গরমের তীব্রতা। দিনে ও রাতে উভয় সময়েই গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ঢাকাতেও কয়েক দিন ধরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। আবহাওয়াবিদরা জানিয়েছেন, গরমের এই তীব্রতা সারাদেশে আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, গতকালের মতো আজও (সোমবার) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। অর্থাৎ, গরম থেকে তেমন কোনো স্বস্তি মিলছে না। তবে চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন: জেঁকে বসেছে কনকনে শীত

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার কারণে দেশের তাপমাত্রা বেড়েছে। লঘুচাপটি মঙ্গলবারের মধ্যে তৈরি হতে পারে। এর মধ্যে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।

তিনি আরও জানান, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে, তবে বাংলাদেশের উপকূলে এর প্রভাব খুব বেশি পড়বে না। দেশের কিছু স্থানে বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরও পড়ুন: মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি

আগামী শুক্র ও শনিবারের পর থেকে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, আজ দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশে সামান্য মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা আগের মতোই থাকবে।