সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ন, ১৫ এপ্রিল ২০২৪ | আপডেট: ৭:০৩ পূর্বাহ্ন, ১৫ এপ্রিল ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হাইভোল্টেজের তার ছিঁড়ে সিলেটের কুমাগাঁও বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। এতে ৫টি ৩৩ কেভি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানা গেছে।

সোমবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়‌। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে। সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম থেকে মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: গোপালগঞ্জে ‘ছেলের হাতে’ মা খুন

তিনি জানান, সকাল সোয়া ৯টায় কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।

 এ ঘটনায় ৫টি ৩৩ কেভি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানা গেছে। 

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১