গাইবান্ধা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

Abid Rayhan Jaki
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ন, ২৫ মে ২০২৪ | আপডেট: ১১:১৮ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সভা আজ শনিবার দুপুরে নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্ব সম্মতিক্রমে  আগামী ২০২৪-২০২৫ সালের জন্য ২৫ সদস্যের নতুন কমিটি গঠিত হয়।

কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর(দৈনিক করতোয়া), কার্যকরি সভাপতি সিদ্দিক আলম দয়াল (দৈনিক যুগান্তর ও মাছরাঙ্গা টিভি), সহ-সভাপতি আবদুস সামাদ বাবু (দৈনিক ঘাঘট), সহ-সভাপতি শাহাবুল শাহীন তোতা (প্রথম আলো), সহ-সভাপতি ইদ্রিসউজ্জামান মোনা (এটিএন বাংলা), সহ-সভাপতি-সরদার শাহিদ হাসান লোটন (সম্পাদক সাপ্তাহিক চলমান জবাব), সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন (বিটিভি), অতিরিক্ত সাধারণ সম্পাদক-ফেরদৌস জুয়েল (আরটিভি), যুগ্ন সাধারণ সম্পাদক শামীম আল সাম্য (৭১ টিভি), যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মামুন (চ্যানেল ২৪), সহযোগি-সম্পাদক এবিএম সাত্তার (দৈনিক মানবকন্ঠ), সাংগঠনিক সম্পাদক-আতিকুর রহমান আতিক বাবু (সম্পাদক সাপ্তাহিক গণ উত্তরণ ও গ্লোবাল টিভি), কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম (দৈনিক চাঁদনী বাজার), দপ্তর সম্পাদক ফারহান শেখ (নির্বাহি সম্পাদক সাপ্তাহিক জনসেনা ও সিএনএন বাংলা টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক কায়ছার প্লাবন(এস.এ.টিভি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক উত্তম সরকার (আজকালের খবর), সমাজ কল্যাণ সম্পাদক এসএম বিপ্লব ইসলাম (সময় টিভি), পাঠাগার সম্পাদক আফরোজা লুনা (একুশে টেলিভিশন), ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম প্রিন্স (নিউজ ২৪ টিভি ও বাংলাবাজার পত্রিকা), নির্বাহী কমিটির সদস্য রেজাউল হক মিতা (সম্পাদক গাইবান্ধার কথা), মাসুম লুমেন(সমকাল), ফজলে রাব্বী মন্ডল (বাংলাদেশ সময়), নজরুল ইসলাম(জয়যাত্রা ডট কম), মিজানুর রহমান (দৈনিক জবাবদিহি) ও ফয়সাল রহমান জনি (দৈনিক মাতৃছায়া)।

আরও পড়ুন: ভোলায় শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ সিগারেটসহ আটক ৩

সভায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে গাইবান্ধা-০২ (সদর) আসনের সংসদ সদস্য শাহ সারোয়ার কবীরকে মনোনিত করা হয়। এছাড়া গোবিন্দলাল দাসকে প্রধান উপদেষ্টা এবং এম. আব্দুস সালাম, রাসেল আহমেদ লিটন ও মোস্তাফিজুর রহমান মোস্তফাকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।

এ সময় আরো  উপস্থিত ছিলেন কেএম রেজাউল হক, অমিতাভ দাশ হিমুন, আব্দুল মান্নান চৌধুরী, রিক্তু প্রসাদ, উজ্জল চক্রবর্তী, রজত কান্তি বর্মণ, খায়রুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।

আরও পড়ুন: ভারতীয় চোরাচালান ধরতে গিয়ে নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ