ক্ষমতার প্রভাব খাটিয়ে নবীগঞ্জ খেলার মাঠে অবৈধভাবে গরুর হাট

Abid Rayhan Jaki
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ন, ১৩ জুন ২০২৪ | আপডেট: ১১:৫০ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড নবীগঞ্জ ঘাট সংলগ্ন  এলাকায়  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিটি কর্পোরেশনের রাস্তা,খেলার মাঠ ও বিআইডব্লিউ টি এ  ওয়াকয়ে  দখল করে বসানো হয়েছে অস্থায়ী পশুর হাট। এতে ক্ষোভে ফোঁসে উঠেছে এলাকাবাসী।

 বিআইডব্লিউ টি এ সৌন্দর্য বর্ধনে ওয়াকয়ে  বিনষ্ট, সিটি কর্পোরেশনের কোটি টাকার বাজেটের খেলার মাঠ ও রাস্তা দখলে জনদুর্ভোগ লাগবে এখানে হাট না বসানোর জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে  লিখিত অভিযোগ করলেও সুফল পায়নি  এলাকাবাসী।

আরও পড়ুন: ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

তবুও খেলার মাঠ ও রাস্তায়  হাট বসানো থেকে বিরত হয়নি স্থানীয় ক্যাডার ২৪ নং ওয়ার্ড বিএনপির নেতা সফিউল্লাহ এতে এলাকায় চলছে সমালোচনার ঝড়।

স্থানীয় বাসিন্দা দিল মোহাম্মাদ দিলু জানান , জানান, নবীগঞ্জ বাজার খালি জায়গা এলাকায় উল্লেখ করে পশুর হাটের ইজারা নিয়েছেন বিএনপি নেতা  শফিউল্লাহ। তবে বাস্তবে তার কোন মিল নেই। 

আরও পড়ুন: গাইবান্ধায় তিস্তা নদীর উপর মওলানা ভাসানী সেতু উদ্বোধন

স‌রজ‌মি‌নে গি‌য়ে দেখা যায়, নারায়ণগঞ্জ সি‌টি কর‌পো‌রেশন থে‌কে মো. একধিক নামে কোরবানির পশুর হাটের জন্য নবীগঞ্জ খালি জায়গা ইজারা এন‌ছেন। ত‌বে নিয়ন্ত্রণে র‌েখেছে বিএনপি নেতা সফিউল্লাহ ।

হাটে স্বেচ্ছা‌সেবী‌দের উগ্রতা  দেখা যায় তার প্রতিচ্ছ‌বি তিনি নিজেই। যি‌নি তার ক্ষমতার প্রভাব বিস্তার ক‌রে নবীগঞ্জ আবাসিক এলাকার স্থান দখল করে অবৈধভাবে গরুর হাট বসিয়েছেন।

যেখা‌নে শতকোটি টাকা ব্যয়ে প্রকল্পের খেলার মাঠ ও  বিআইডব্লিউ টি এ অধীনে পূর্ব পাড়ে ১৬ ফিট প্রস্থে জমিতে কাজ চলমান থাকলেও গরুর হাটের কারনে ভেস্তে গেছে।

এছাড়াও সীমানা প্রাচীর নির্মাণ ও লাইট পোস্ট স্থাপন করে ওয়াকয়ের সৌন্দর্যবর্ধনের কাজ চলমান রয়েছে। প্রকল্পের স্থানে পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি এলাকাবাসী দুর্ভোগের শিকার হচ্ছে অনেকেই । সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে ছোট বড় গর্ত। এছাড়াও শীতলক্ষ্যা নদীতে  দেয়া হ‌য়ে‌ছে সোচাগার। ফ‌লে দূ‌ষিত হ‌চ্ছে পানিও সেখানকার প‌রি‌বেশ। এখা‌নেই শেষ নয়, তিতাস গ‌্যসের রাইজার থে‌কে ঝুঁ‌কিপূর্ণ প্লা‌স্টি‌কের পাইপের মাধ‌্যমে গ‌্যাস সং‌যোগ নি‌য়ে তা রান্নার কা‌জে ব‌্যবহার কর‌ছে গরুর বেপারীরা। যা কোনভা‌বেই ঠিক নয়। র‌য়ে‌ছে বড় দূর্ঘটনারও শংকা।

একজন বিএনপির  মামলার আসামী হয়ে খেলার মাঠও সড়ক দখল করে পশুর হাট বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করছেন। যা এখন চরমে পৌছাছে।

স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সিটি করপোরেশনের অর্থায়নে নির্মিত আরসিসি ঢালাই করা জনবহুল সড়কের বিভিন্ন স্থানে গর্ত করে বাঁশের খুঁটি লাগিয়ে দখল করা হয়েছে। 

সড়কের উপর বেঁধে রাখা হয়েছে শত শত গরু। ফলে এ সড়ক দিয়ে যানবাহন ও জনচলাচল অসম্ভব হয়ে পড়েছে।

পথচারী মনির হোসেন বলেন, বাজারের এমন জনবহুল সড়ক ও শত কোটি টাকার খেলার মাঠ দখল করে গরুর হাট বসানোর ইজারা সিটি করপোরেশন কি করে দিয়েছেন।

খেলার মাঠ বিআইডব্লিউ টি এ ওয়াকয়ে  রাস্তা দখল করে পশুর হাট বসানো হয়েছে এই ব্যাপারে মুঠোফোনে 

জানতে চাইলে বিএনপি নেতা সফিউল্লাহ ধাম্বিকতার সাথে বলেন দরপত্রে মাঠ লেখা নাই তাতে আমি কি করবো, আপনি লেইখা পারলে কিছু করেন, আমি দেখবো নে এই বলে কল কেটে দেয়।

এবিষয়ে জানতে ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজালকে  একাধিক বার কল দিয়েও পাওয়া যায়নি।