মাগুরায় বাজুস এর সাধারণ সভা অনুষ্ঠিত

Any Akter
মাগুরা সংবাদদাতা
প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৪ | আপডেট: ৭:২২ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়েশন (বাজুস) মাগুরা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের জামরুল তলায় অবস্থিত লতা কমিউনিটি সেন্টারে বাজুস মাগুরা জেলা শাখার সভাপতি বিমল কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও বাজুস মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো : ওহিদুল ইসলাম এর সঞ্চালনায় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাজুস মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো : ওহিদুল ইসলাম, সহ-সভাপতি সমরেন বৈদ্য, কোষাধক্ষ সুকুমার বিশ্বাস, তপন কুমার, আরব আলী সহ অন্যান্য সদস্যরা।

বক্তরা বলেন, আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। প্রতিটি ব্যবসায়ীকে হল মার্ক করে গহনা বিক্রি করতে হবে। যাতে করে আমাদের কাছ থেকে সোনা ক্রয় করে কোন ক্রেতা প্রতারিত না হোন। বাংলাদেশে স্বর্ণের বানিজ্যিক ক্ষেত্রেকে আরো সমৃদ্ধ করতে আমাদের সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে ব্যবসায়ি, কর্মকার সহ দুই শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: ভারতীয়দের গণপিটুনিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ৫