শরীয়তপুরে বিএনপি কার্যালয়ে ভাঙচুর-আগুন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ন, ২০ জানুয়ারী ২০২৫ | আপডেট: ৫:৫৯ পূর্বাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শরীয়তপুরে স্থানীয় বিএনপির একটি কার্যালয় ভাঙচুর, ব্যানারে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্বর্ণঘোষ এলাকায় গতকাল রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, গত রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় কার্যালয়ে থাকা ল্যাপটপ, টিভি, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন তারা। পরে ককটেল ফাটিয়ে ও আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি সিরাজ মোল্লা বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত জানি না। তবে, ধারণা করছি ফ্যাসিস্টের দোসররা এ ঘটনা ঘটাতে পারে। যারাই জড়িত থাকুক, তাদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি করছি।

আরও পড়ুন: নতুন বছরের প্রথম দিন পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

শরীয়তপুর পালং থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা বিএনপির কার্যালয়ের তালা ভেঙে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। আমরা ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।