চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংএ অভাবনীয় সাফল্য, সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড

নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও ২০২৪-২০২৫ অর্থবছরে দেশের অর্থনীতির লাইফ লাইন খ্যাত চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডলিংএ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। জুলাই গণঅভ্যুত্থান, দীর্ঘস্থায়ী বন্যা, দুই ঈদের ছুটি, কাস্টমস এর কলম বিরতি, পরিবহণ ধর্মঘট ইত্যাদি প্রতিকূল পরিস্থিতির কারনে চট্টগ্রাম বন্দরের হ্যান্ডলিং কার্যক্রম প্রায় দুই মাসের মত বাধাগ্রস্ত হয়। তবে বন্দর কর্তৃপক্ষ সকল বাধা বিপত্তি উপক্ষো করে বিগত অর্থবছরের তুলনায় আরো বেশি সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিং করতে সক্ষম হয়েছে।
চলতি অর্থবছরে ১৫ জুন পর্যন্ত বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে ৩১,৭১,৭৭৯ টিইইউস যা বিগত অর্থবছরে একই সময়ের তুলনায় ৪.৬৩% বেশি । এ সাফল্যের মূলে রয়েছে নৌপরিবহণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনা, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ডের সদস্যবৃন্দের নিরলস তদারকি ও বন্দরের কর্মকর্তা কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টা।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দর নিয়ে অপপ্রচারকারী গোষ্ঠী হতে সতর্ক হোন ও অন্যকে সতর্ক করুন
এছাড়াও বন্দরের অটোমেশান সার্ভিস সুবিধা, ই-গেট পাস চালু, কন্টেইনার অপারেটিং সিস্টেম আধুনিকায়নসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নও এ সাফল্যের উল্লেখযোগ্য অংশ৷ একই সাথে বন্দর ব্যবহারকারীদের দ্রুত কন্টেইনার ডেলিভারি নেওয়া, বন্দরের সাথে সার্বাক্ষণিক যোগাযোগ রক্ষা করাসহ তাদের সার্বিক সহযোগিতা ও আন্তরিকতা এ সফলতার অন্যতম উপাদান।
২০২৩-২০২৪ অর্থবছরে চট্টগ্রাম বন্দর ৩১,৬৮,৬৯০ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করেছিল তবে চলতি অর্থবছর শেষের ১৫ দিন বাকি থাকতেই বিগত অর্থবছরের কন্টেইনার হ্যান্ডলিং এর মোট পরিমানকে অতিক্রম করেছে। আশা করা যাচ্ছে কন্টেইনার হ্যন্ডলিং এর বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী ৩০ জুন ২০২৫ পর্যন্ত চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডলিং এর এক নতুন মাইলফলক স্পর্শ করবে। চলতি অর্থবছরে কন্টেইনার হ্যান্ডলিং এর এমন সাফল্য দেশের ব্যবসা বাণিজ্যের গতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
আরও পড়ুন: কাশিয়ানীতে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর ২০২৩-২০২৪ অর্থবছরের ৩১,৬৮,৬৯০ টিইইউস কন্টেইনার ও ২০২২-২০২৩ অর্থবছরের ৩০,০৭,৩৭৫ টিইইউস কন্টেইনার হ্যান্ডিলিং করেছিল।