সাঘাটা থানায় এএসআইকে ছুরিকাঘাত, পরদিন পুকুর থেকে হামলাকারীর মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাঘাটা থানার ভেতরে ঢুকে সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসিন আলীর ওপর ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে থানার পেছনের একটি পুকুর থেকে।
শুক্রবার (২৫ জুলাই) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল সাঘাটা হাই স্কুলের পুকুর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি হঠাৎ সাঘাটা থানায় ঢুকে এএসআই মহসিন আলীর মাথা ও হাতে ছুরিকাঘাত করেন। এ সময় তিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন। হামলাকারী পুলিশ রাইফেল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করেন বলে জানা গেছে।
পরে ওই ব্যক্তি থানার পেছনের পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্য ও স্থানীয়রা রাতভর পুকুরে তল্লাশি চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, “হামলাকারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
এদিকে আহত এএসআই মহসিন আলীকে ঘটনার রাতেই সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকের বরাতে পুলিশ জানিয়েছে, তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।