ভারতে পালানোর সময় বিস্ফোরক মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Sanchoy Biswas
হৃদয় রায় সজীব, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৫ | আপডেট: ১:১৫ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অজিত বরণ সরকারকে বিস্ফোরক মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতার হওয়া অজিত বরণ সরকার নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের বাঘাটিয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে গত ২ জুলাই বিএনপির অফিস ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারায় অজিতসহ ১৮৫ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ২০০-২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

আরও পড়ুন: মামলায় নেই অগ্রগতি, সাড়ে তিন বছরেও চার্জশীট দেয়নি দুদক

মামলাটি দায়ের করেন খালিয়াজুরী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মজলুম মিয়া। এজাহারে উল্লেখ করা হয়, অজিত বরণ সরকারসহ অভিযুক্তরা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে সহিংস কার্যক্রম পরিচালনা করেন।

চাঁপাইনবাবগঞ্জ থানা সূত্রে জানা গেছে, অজিত বরণ সরকার বর্তমানে থানার হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ৭২ ঘন্টা আল্টিমেটাম শেষে ফের মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের