সাতক্ষীরা তালা যুবদল নেতাকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শামীম হোসেন (৩৫) কে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছেন।
আটককৃতরা হলেন- মনিরামপুর উপজেলার কোন্দলপুর গ্রামের আবুবক্কার দফাদারের ছেলে ইজাজুল ইসলাম (৪৩) ও তালা উপজেলার বলরামপুর গ্রামের আহম্মদ আলী সরদারের ছেলে শরিফুল ইসলাম সরদার (৩৮)। পুলিশ নিহত শামীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।
আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা
জানা যায়,তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথালী গ্রামের আব্দুল গফফার শেখের ছেলে। এস এম শামীম (৩৫)। দুই বছর আগে আঠারোমাইল বাজারে মোটরসাইকেল মিস্ত্রির কাজ করতেন তিনি। প্রায় ২৫ বছর আগে তালার উপজেলার উথালিগ্রাম থেকে পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল এসেছেন তারা। (২২ আগস্ট) রাতে ডুমুরিয়া ১৮ মাইল বাজার সংলগ্ন নিজ বাসায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। শামীম (৩৫) দীর্ঘ বছর ধরে ১৮ মাইল বাজার এলাকায় মায়ের সাথে স্ত্রী সহ বসবাস করতো।
নিহত শামীমের স্ত্রী বৃষ্টি খাতুন জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ২/৩ জন যুবক তাদের বাড়িতে আসে। এসময় তারা শামীমকে বাড়ির নির্মানাধিন ৩য় তলায় ডেকে নিয়ে যে কোনও এক সময়ে জবাই করে লাশ রেখে পালিয়ে যায়। সেসময়ে শামীমের স্ত্রী ও মা দ্বিতীয় তলায় ছিল। গভীর রাতে শামীমকে না পেয়ে ৩য় তলায় খুজতে গেলে জবাই করা মৃত দেহ দেখতে পায়। এসময় পরিবারের সদস্যরা ও এলাকাবাসী পুলিশে খবর দেয়। তবে কি কারনে এই হত্যাকান্ড ঘটালো সেবিষয়ে তিনি কিছু বলতে পারেনি।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন
খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।