আনসার ভিডিপির এ্যাডভান্স প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

দেশের প্রতিটি নাগরিক যদি দক্ষতা অর্জন করতে পারে, তাহলে এই দেশ থেকে সকল অপরাধ মুছে যাবে বলে মন্তব্য করেছেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
আজ ২৫ আগস্ট দুপুরে ফেনীতে ২৮ দিন ব্যাপি ভিডিপি এ্যাডভান্সড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা
দাগনভূঞা উপজেলা আনসার কর্মকর্তা মোঃ নাসিম হাসানের সঞ্চালনায় জেলা আনসার কমান্ড্যান্ট হেলাল উদ্দীন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
সমাপনী অনুষ্ঠানে ২৮ দিন ব্যাপি ভিডিপি প্রশিক্ষণে আবদু শুক্কুরসহ আনসার ভিডিপির কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন
জেলা আনসার কমান্ড্যান্ট মোঃ হেলাল উদ্দীন জানান, ভিডিপি এডভান্সড প্রশিক্ষণ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ কারিকুলামের একটি নতুন সংস্করণ। যা গত ২৯ জুলাই থেকে শুরু হয়ে ২৫ আগস্ট পর্যন্ত মোট ২৮ দিন মেয়াদী এই প্রশিক্ষণ সারাদেশে একযোগে শুরু হয়েছে।
মৌলিক শরীরচর্চা, কঠোর ড্রিল অনুশীলন, অস্ত্র চালনা ও ফায়ারিং অনুশীলন, আনুষ্ঠানিক ও প্রয়োগিক পাঠদান, খেলাধুলা ও সংস্কৃতিচর্চা এবং কঠোর শৃঙ্খলার মধ্য দিয়ে প্রশিক্ষণটি আজ সমাপনী দিনে উপনীত হয়েছে।
এই প্রশিক্ষণে বিভিন্ন বাহিনীর গঠন কাঠামো, প্রচলিত ও অপ্রচলিত যুদ্ধ, সামাজিক অপরাধ ও মানবনিরাপত্তা, প্রচলিত আইন ও অপরাধ সম্পর্কে ধারণা, নেতৃত্ব, নৈতিকতা ও শিষ্টাচার, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, নির্বাচনী মহড়া, জীবনমান উন্নয়নে ব্যক্তিগত উদ্যোগ এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্বেচ্ছাসেবা সম্পর্কে বিশদ ধারণা প্রদান করা হয়েছে।
এই প্রশিক্ষণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের প্রশিক্ষণার্থীদের একদিকে যেমন অস্ত্র চালনায় করেছে পারদর্শী, অন্যদিকে তেমনি ব্যক্তিগত জীবনমান উন্নয়নে করেছে আত্মবিশ্বাসী।
প্রধান অতিথি জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, দেশের প্রতিটি নাগরিক যদি দক্ষতা অর্জন করতে পারে, তাহলে এই দেশ থেকে সকল অপরাধ মুছে যাবে। বাংলাদেশ আনসার ভিডিপি একটি বড় বাহিনী; প্রতিটি ওয়ার্ডে এই বাহিনী সদস্য রয়েছে। রয়েছে সুনামও, প্রশিক্ষণের কোন বিকল্প নেই। সবাইকে প্রশিক্ষণের মাধ্যমে দেশের, সমাজের ও পরিবারের কাজে লাগাতে হবে।