নারায়ণগঞ্জ রেলস্টেশনে পথশিশুদের নিয়ে দিনব্যাপী আনন্দ উৎসব

Sanchoy Biswas
ইউসুফ আলী প্রধান, নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:০০ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আয়াত এডুকেশনের উদ্যোগে ২৬ আগস্ট মঙ্গলবার নারায়ণগঞ্জ রেলস্টেশন এলাকায় পথশিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী আনন্দ উৎসব। “স্বপ্নছোঁয়া পাঠশালা”র শিশুদের অংশগ্রহণে এ আয়োজনে চারিদিক মুখরিত হয়ে ওঠে শিশুদের হাসি-খুশির কলরব।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা শিক্ষক ও সাংবাদিক ইউসুফ আলী প্রধান, আয়াত এডুকেশনের সহকারী প্রকল্প কর্মকর্তা মো. সরওয়ার আলম, ফিল্ড ফ্যাসিলিটেটর আনন্যা রহমানসহ ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্পের স্বেচ্ছাসেবীগণ।

আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা

দিনব্যাপী আয়োজনে স্বেচ্ছাসেবীরা শিশুদের সঙ্গে নানা কর্মসূচিতে অংশ নেন। শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয়— ছবি আঁকার প্রতিযোগিতা, বাস্কেটবল খেলা, কবিতা আবৃত্তি, গান ও আনন্দময় আড্ডা। অনুষ্ঠান ঘিরে শিশুদের মুখে ছিল উচ্ছ্বাস আর আনন্দের ঝলক। শুধু আনন্দই নয়, তাদের মানসিক বিকাশ ও সৃজনশীলতাকে উজ্জীবিত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আয়াত এডুকেশনের সহকারী প্রকল্প কর্মকর্তা মো. সরওয়ার আলম বলেন— “পথশিশুরা সমাজের অবহেলিত অংশ হলেও তাদের স্বপ্নগুলো একেবারেই আলাদা নয়। তাদেরকে আনন্দ দেওয়া, তাদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ করে দেওয়া আমাদের দায়িত্ব।” বিদ্যালয়ের পরিচালনা শিক্ষক ও বাংলাবাজার পত্রিকার সাংবাদিক ইউসুফ আলী প্রধান বলেন— “আজকের এই আয়োজন শিশুদের ভেতরে নতুন উৎসাহ তৈরি করেছে। আমরা আশা করি ভবিষ্যতেও এমন কার্যক্রম নিয়মিত হবে।”

আরও পড়ুন: গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন

স্বেচ্ছাসেবীরা জানান, এ ধরনের অনুষ্ঠান শুধু শিশুদের নয় বরং সমাজের প্রতিটি মানুষের ভেতর মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়।