স্বামীর হাতে নির্মমভাবে খুন বগুড়ার ফাহিমা

বগুড়ায় স্বামীর হাতে নির্মমভাবে খুন হয়েছে ফাহিমা আক্তার ওরফে ফাইমা নামের এক গৃহবধূ। নিহত ফাইমা বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও এরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল লতিফ মণ্ডলের কনিষ্ঠ কন্যা।
নিহতের পারিবারিক ও ঘটনার সূত্রে জানা যায় যে, গত (২৭শে আগস্ট) বুধবার ঢাকায় ফাহিমা আক্তার ওরফে ফাইমা নিহত হয়। উক্ত নিহত ব্যক্তির মরদেহ বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহত ফাহিমা ছিলেন বগুড়া এফ ইউ স্কুল এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সাবেক ছাত্রী। শৈশব থেকে তিনি ভদ্রতা, সৌন্দর্যবোধ ও পরিপাটির জন্য পরিচিত ছিলেন। কিন্তু বিবাহিত জীবনে তিনি ছিলেন এক নীরব যোদ্ধা—দাম্পত্য নির্যাতনের শিকার হয়েও বারবার চুপ থেকেছেন, যাতে নিজের মান-সম্মান ও আত্মসম্মানবোধ অক্ষুণ্ণ থাকে।
আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা
এ বিষয়ে তার এক ঘনিষ্ঠ বান্ধবী জানায় যে, প্রায় দেড় বছর আগে ফাহিমা তার সাথে যোগাযোগ করে এক ব্যক্তির অনৈতিক সম্পর্কের খবর সংবাদ মাধ্যমে প্রকাশ করতে চেয়েছিলেন। কিন্তু মুখ ফুটে স্বীকার করেননি যে এই লোকটি তার স্বামী। পরবর্তীতে আরেকবার ছোট বোনের সাথে দেখা হলে জানা যায়, তার স্বামী মদ্যপান, শারীরিক নির্যাতন এবং নানান অশোভন আচরণে জড়িয়ে আছে। ওই বান্ধবীর ভাষায়, ও ছিল ভীষণ ভালো মানুষ—ভদ্র, সুশীল, পরিপাটি। ওর জীবনের শেষ অধ্যায় যে এত নিষ্ঠুর হবে, তা ভাবতেই কষ্ট হচ্ছে। তার চোখের জল আটকে রাখতে না পেরে বলেন—আমি তার শৈশব সাথী ছিলাম।
এছাড়াও নিহতের স্বজন ও অত্র এলাকাবাসীর দাবি, ফাহিমা আক্তার ওরফে ফাইমার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো নারী এভাবে নীরবে নির্যাতনের শিকার না হয় এবং আর কোনো নারীকে এরকম নির্মমভাবে খুন হতে না হয়।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন