আগামীর রাষ্ট্র হবে মানবিক ও সাম্যর : নয়ন

Sadek Ali
চরফ্যাশন প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:৫৩ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামীর নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্র হবে মানবিক ও সাম্যর রাষ্ট্র বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

শনিবার (২০ সেপ্টেম্বর) চরফ্যাশন মাদ্রাজ ইউনিয়ন এর সামরাজ ঘাট এ জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

তিনি জানান, আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান বাংলাদেশের নেতৃত্বে আসবেন এবং জনগণের ওপর নির্ভর করে দেশকে এগিয়ে নেবেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠার মধ্য দিয়েই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে।

নয়ন আরও বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আপনারা চোখ-কান খোলা রাখুন,  তবে আইন নিজের হাতে তুলে নেবেন না, দরকার হলে তাদের আইনের হাতে তুলে দিন। পাশাপাশি গণতন্ত্র উত্তরণের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির ষড়যন্ত্রও চলছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। 

আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা

আগামী নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করা আহ্বান জানান তিনি।

এসময় মাদ্রাজ ইউনিয়ন এর সামরাজ ঘাট এ দুই শতাধিক জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেন যুবদলের এই নেতা।