স্বতন্ত্র এমপি প্রার্থী অজ্ঞান অবস্থায় উদ্ধার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:১৫ পূর্বাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রংপুরে আজিজার রহমান নামে এক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নগরীর মডার্ন মোড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

আজিজার রহমান গাইবান্ধা-৩ (পলাশবাড়ি–সাদুল্লাহপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী। মনোনয়ন বাতিল হওয়ায় আপিল শুনানিতে অংশ নিতে তিনি ঢাকায় গিয়েছিলেন। পরে মনোনয়ন ফিরে পাওয়ার পর বাসযোগে ঢাকা থেকে নিজ এলাকায় ফিরছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন: দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় মডার্ন মোড়ে রাস্তায় এক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আজিজার রহমানকে উদ্ধার করে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জ্ঞান ফেরানো হয়।

জিজ্ঞাসাবাদে আজিজার রহমান পুলিশকে জানান, বাড়ি ফেরার উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে ঢাকায় বাসে ওঠেন তিনি। তার সঙ্গে পূর্বপরিচিত একজন ব্যক্তি ছিলেন। যাত্রাপথে ওই ব্যক্তি তাকে ডিম খাওয়ান। এরপর তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং আর কিছু মনে নেই।

আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’ ভোটে স্বৈরাচারের বিরুদ্ধে রেড কার্ড দেখাবে মানুষ: শফিকুল আলম

ওসি আতাউর রহমান আরও জানান, উদ্ধার করার পর আজিজার রহমানকে তাজহাট থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তার নিখোঁজ হওয়ার বিষয়ে সাদুল্লাহপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। সংশ্লিষ্ট থানার পুলিশ এলে তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে।

ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং কীভাবে তিনি অজ্ঞান হয়ে পড়লেন, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।